করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বৃদ্ধ বাবাকে খুন, ছেলে আটক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৪ জুন, ২০২৩

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (৪ জুন) সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামল বণিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আহমেদনগর কালেশ্বর চিকনাগুল পাহাড় চা-বাগান এলাকায় বসতবাড়িতে শনিবার (৩ জুন) সন্ধ্যায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের কাটাকাটি হয়। এরই জের ধরে ছেলে দা দিয়ে বৃদ্ধ বাবা সাধুর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে বৃদ্ধ সাধু পাত্র মারা যান।

ঘটনার পর রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে চৈতন্য পাত্রকে (২২) আটক করে এবং ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ