• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ২শ টাকা পাওনা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে  আহত অর্ধশতাধিক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

আলফা বেগম, বাহুবল প্রতিনিধি: বাহুবলে ২শ পাওনা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার ২৬ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার অলুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের অলুয়া ফকির বাড়ির আরশ মিয়ার ছেলে ইয়াকুত মিয়া প্রতিবেশী ক্বারীবাড়ির আইয়ুব আলীর কাছে ২শ টাকা কাজের মজুরি পাওনা নিয়ে রাত ৯ টার দিকে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে আইয়ুব আলী ও ইয়াকুত মিয়ার লোকজন দেশী অস্ত্র সশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিউজ লেখা পর্যন্ত এলাকায় থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা না নিয়ে অনেকেই আত্মগোপনে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ