মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার)
: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন।
একে বাংলা স্কুলের শিক্ষক মাহিমা মুক্তার সঞ্চালনায়
আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক আব্দুল মুমিন, সহঃপ্রধান শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ধীরেন্দ্র কুমার সিংহ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহঃ প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা মান সম্মত শিক্ষার পরিবেশ ও গুনগত মান ও সহজে শিক্ষার্থীদের পাঠদান কল্পে গুরুত্বারোপ করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ এ ধরনের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করা হয়।