মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ:
নির্জন হাওরে মুখ বেঁধে জোর পুর্বক নারীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক হাঁস খামারীকে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার মামলা দায়ের পুর্বক ধর্ষককে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার শাহ আলম উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের (পশ্চিমপাড়া) ফিরোজ মিয়ার ছেলে।
রবিবার সন্ধায় তাহিরপুর থানার ওসি সেয়দ ইফতেখার হোসেন ধর্ষণ ও ধর্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ভিকটিমের পরিবার ও মামলা সুত্রে জানা যায়, উপজেলার কলাগাঁও গ্রামের এক নারী গত ১৭ মার্চ শুক্রবার বিকেলে গবাদীপশুর জন্য গ্রাম সংলগ্ন সংসার হাওরে ঘাঁস কাঁটতে যান। ঘাঁস কাঁটা শেষে বাড়ি ফেরার পথে পিঠে থাকা ঘাঁসের বস্তা কেড়ে নিয়ে যায় হাওরে থাকা একই গ্রামের পশ্চিম পাড়ার ফিরোজ মিয়ার ছেলে হাঁস খামারী শাহ আলম (৩০)। এরপর ওই নারী ঘাঁসের বস্তা আনতে খাঁমারীর পেছনে পেছনে গেলে নির্জন হাওরে ওই নারীর মুখ বেঁধে খাঁমারী শাহ আলম জোর পুর্বক ধর্ষণ করে।
বাড়ি ফিরে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর থানায় ধর্ষণের অভিযোগে পরদিন শনিবার মামলা দায়ের করা হয়।
অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ার পর ওই মামলায় শাহ আলমকে সংসার হাওরের হাঁস খামার থেকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ।