মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শেখ মোঃ হারুনুর রশিদ, চুনারুঘাট থেকে: সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রীজ।চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকার ত্রীপুরা পল্লীতে যাতায়াতের জন্য আছে একমাত্র একটি ব্রীজ।ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে। ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন করে ব্রীজটি নির্মাণের অনুমোদন দেয়া হয়।আর নতুন ব্রীজটি হবে ঝুলন্ত ব্রীজ।
রবিবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকের।
চুনারুঘাটের প্রায় দুইশত বছরের পুরোনো স্মৃতি ধরে রেখেছে সাতছড়ি ত্রীপুরা পল্লী।কালের বিবর্তনে পাহাড়ি ঢলে দিন দিন ভেঙ্গে যাচ্ছে ত্রীপুরা পল্লীর বসতভিটা ও ব্রীজ।গত কয়েক বছরে বিলীন হয়ে যায় ৬/৭ টি ঘর।
ঝুঁকিপূর্ণ ব্রীজটি নতুনভাবে নির্মাণের জন্য গত কয়েক বছর যাবত ওই পল্লীর বাসিন্দা চিত্ত রঞ্জন দেব বর্মা,কাকলী দেববর্মা ও আকাশ দেববর্মাসহ স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকর্মী,স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করেছেন।
সবশেষে স্থানীয় সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী’র নজরে আসলে তিনি অনুরোধের মাধ্যমে দ্রুত নতুন একটি ঝুলন্ত ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে পত্র দেন।স্থানীয় সরকার প্রকৌশল চলতি সপ্তাহে ব্রীজটির নকশা ও নির্মাণ কাজের অনুমোদন করেন।প্রায় ২ কোটি ৪ লক্ষ টাকা বরাদ্দের ব্রীজটির দরপত্র আহ্বান করা হয়েছে চলতি সপ্তাহে।দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণের খবরে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকার বাসিন্দাদের মাঝে আনন্দ বিরাজ করছে।বিমান প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রীজ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান ওই এলাকার বাসিন্দারা।