মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার কদমতলী গ্রামের বাসিন্দা আব্দুল হাসিম আর নেই। রবিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ স ম আফজল আলী জানান, আব্দুল হাসিম মেম্বার বর্তমানে পৌরসভার ২নং ওয়ার্ডের উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা। এর আগে তিনি ইউনিয়নের কদমতলী নিজগ্রামেই বাস করতেন। তখন তিনি ৮নং ইউনিয়নের মেম্বার ছিলেন এবং চারগ্রাম জোটের বিশিষ্ট মুরুব্বি। তিনি দীর্ঘদিন শায়েস্তাগঞ্জে ব্যবসা করেছেন।