মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে মুর্মূষ রোগীকে নিয়ে সিলেট হাসপাতালে যাবার জন্য কোনো এ্যাম্বুলেন্স কিংবা প্রাইভেট গাড়ী না পাওয়া আব্দুল হাসিম নামে সাবেক ইউপি মেম্বার সদর হাসপাতালেই মারা গেছেন এমন অভিযোগ স্বজনদের।
রবিবার ( ১৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল হাসিম শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান- আব্দুল হাসিম মেম্বার হৃদরোগে আক্রান্ত হলে শায়েস্তাগঞ্জ থেকে সিএনজিযোগে হবিগঞ্জ সদর হাসপাতালে বিকাল ৫টায় ভর্তি করা হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা রোগীকে সিলেট নিয়ে যাবার পরামর্শ দেন। কিন্তু পরিবহণ ধর্মঘটের কারনে হাসপাতাল থেকে বের হয়ে কোন গাড়ীই পাননি তারা। হাসপাতালে ভর্তির পৌনে দুই ঘন্টা পরই মারা যান আব্দুল হাসিম মেম্বার।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ বাবুল আহমেদ বলেন, হাসিম মেম্বার আমার চাচা। তিনি ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং শায়েস্তাগঞ্জ শহরের দীর্ঘদিন ব্যবসা করেছেন। আজ আসরের নামাজের সময় মসজিদে হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে সিএনজিযোগে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ডাক্তারের পরামর্শে সিলেট যাবার জন্য কোনো গাড়ী না পেলে অসহায়ের মত হাসপাতালেই থাকি এবং সেখানে পৌন দুই ঘন্টা পর চাচা মারা যান।