নিতেশ দেব, লাখাই (হবিগঞ্জ) : হবিগঞ্জের লাখাই উপজেলায় বুধবার সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ওই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্য্যালী মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রাঙ্গনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা বিষয়ক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আন্তর্জাতিক নারী দিবস পক্ষ পালন করা হয়।ওই কার্যক্রমে ব্র্যাকের পক্ষে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি লাখাই উপজেলা এ্যাসোসিয়েট অফিসার ঝুমুর রাণী দেব।