• Youtube
  • English Version
  • রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে র‌্যালী-আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস ২০২৩।
বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়। দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালী বের করা হয়।  র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সার্কিট হাউসে এসে শেষ হয়। পরে সার্কিট হাউজের মুন হলের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভাংশু সোম মহান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর সিলেট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান সাজেদ আহমেদ তাশহুদ, মৌলভীবাজার বীমা কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি, আ.স.ম সালেহ সোহেল। এছাড়াও  র‌্যালি ও আলোচনা সভায় জেলার সকল সরকারি-বেসরকারি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অংশ নেন। মৌলভীবাজারে প্রথমবারের মাতো জাতীয় বীমা দিবস কার্যক্রমের দায়িত্ব পেয়েছে চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড।  বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’-এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে। ১৯৬০ সালের ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। তারপর থেকেই তাঁঁর সরকার প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ