করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার আটগাঁও গ্রাম থেকে ইয়াবাসহ রুমন খান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুমন খান এর কাছ থেকে ৪০পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

গ্রেপ্তারকৃত রুমন খান সিলেটের বালাগঞ্জ উপজেলার পৈলনপুর গ্রামের গেদা খানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা কার্যালয় সুত্র জানায়, মাদক দ্রব্য ও চোরাচালান উদ্ধারে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি অটো রিক্সার চালক ও যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজি চালক মো: রুমন খানের পরনের জিন্স প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট থেকে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ