মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি’র সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুর রহমান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমদ প্রমুখ।