• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৬

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ৩টি চোরাই গরু উদ্ধার ও পরোয়ানাভুক্ত একজনসহ মোট ৬জন আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রæয়ারি) গরু চুরির মামলার ৫ আসামি গ্রেপ্তার ও পরোয়অনাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: কামাল উদ্দিন এর নেতৃত্বে এএসআই মো: আবু আহমেদ সুজন ও মো: কামাল উদ্দিন অভিযান চালিয়ে সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে সিলেটের শাহপরান এলাকার কুশিঘাট মেন্দিভাগ থেকে গরু চুরি মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলেন, মো: রাব্বি হোসেন, আফজল আহমেদ, রিপন আহমদ, আফজল আহমেদ সুমন ও দুলাল মিয়া। এসময় চোরাইকৃত ৩টি গরু উদ্ধার করে পুলিশ। অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, গত ১০ ফেব্রয়ারি সকাল ৬টার দিকে উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের উত্তর নন্দীউড়া গ্রামের কৃষক আল আমিনের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়। এ ঘটনায় কৃষক আল আমিন রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার করে। এ ঘটনার সাথে ৫জনকে আটক করা হয়। পরে আদালতের নির্দেশে উদ্ধারকৃত ৩টি গরু কৃষক আল আমিনকে হস্তান্তর করে পুলিশ। পরে আটকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে নেয়। সকালে  তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপর এক অভিযানে এএসআই আবু আহমেদ সুজন অভিযান চালিয়ে রাজনগর থানা এলাকা থেকে জিআর-৯২/১৭(নবীগঞ্জ) এর পরোয়ানাভুক্ত আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ