এস আর রুবেল মিয়া, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের চুনারুঘাটে আসার পথে আলোচিত হিরো আলমের গাড়ী ওভার স্পীড থাকায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে হিরো আলম হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ থানার রেল গেইট আসলে হিরো আলমের বহর করা কার গাড়ী( ঢাকা মেট্রো গ ২৩-৯২৮২) আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।পরে ওভার স্পীড থাকায় কারনে মামলা দিয়ে ২৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। হিরো আলমের ব্যক্তিগত সহকারী লিমন আহমেদ জানান,পরিচয় দেয়ার পরও পুলিশ তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া জানান আইন সবার জন্য সমান। এক্ষেত্রে আইননুসারে জরিমানা আদায় করা হয়েছে।