করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায়  ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিমের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে কুলাউড়া থাানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর চা বাগানের ফেক্টরি গেটের সামনে থেকে বিমল বোনার্জি (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

আটককৃত বিমল বোনার্জি জুড়ী উপজেলার  রাজকী চা বাগানের মৃত অর্জুন বোনার্জির ছেলে। এসময় আটকৃত বিমল বোনার্জির কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিম সদস্যরা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলাউড়া উপজেলার  গাজীপুর চা বাগান থেকে ৩ কেজি গাজাঁসহ মাদক কারবারি বিমল বোনার্জিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। আটক বিমল বোনার্জির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ