করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কয়লা বোঝাই ট্রলার ডুবে মাঝি নিখোঁজ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কয়লা বোঝাই নৌকা ডুবির ঘটনায় দেলেয়ার হোসেন (২৫) নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দার উব্দাখালী নৌ-ঘাটে ওই ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে। ওই ট্রলারে থাকা মাঝি সুকানী শ্রমিক সহ ৫ তীরে উঠতে সক্ষম হয়েছেন।

নিখোঁজ দেলোয়ার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।

বুধবার সকালে কলমাকান্দায় থাকা তাহিরপুর উপজেলার লেদারবন্দ গ্রামের কয়লা ব্যবসায়ী আলী আকবর মাঝি নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

ট্রালারে থাকা শ্রমিক তাহিরপুরের গোলকপুর গ্রামের মানিক হোসেন জানান, বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশন থেকে প্রায় ২০ মেট্রিক টন কয়লা বোঝাই করে পাটলাই্ নদীর নৌপথে গেল ৩০ জানুয়ারি সোমবার নেত্রকোনার কলমাকান্দার উদ্যেশে ট্রলারটি ছেড়ে যায়। পরদিন মঙ্গলবার সন্ধায় কলমাকান্দা উব্দাখালী নৌঘাটে ট্রলারটি পৌছার পর শ্রমিক না থাকায় কয়লা ঘাটে তোলা সম্ভব হয়নি। এরপর মাঝি সুকানী শ্রমিক সহ ৬ জন হোটেলে খাবার খেয়ে রাতে ট্রলারে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় পৌণে ১২টার দিকে ঘুমন্ত শরীর ভিজে শীত অনুভব করায় ঘুম থেকে জেগে ট্রলারটি ডুবে যেতে দেখেন নৌকায় থাকা শ্রমিক মাঝি সুকানীরা।

ট্রলারে থাকা উপজেলারকলাগাঁও গ্রামের শ্রমিক হাফিজ উদ্দিন, গোলকপুর গ্রামের মানিক হোসেন, বালিয়াঘাট গ্রামের অমিত হাসান, নৌযান মারিখ ও মাঝি আয়নাল হক, তার সহোদর টিয়া হোসেন তীরে উঠতে সক্ষম হলেও তাদের অপর সহোদর দেলোয়ার হোসেন নিখোঁজ হন।
খবর পেয়ে বুধবার ভোররাতে নিখোঁজের সন্ধানে

কলমাকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উব্দাখালী নৌ-ঘাটে ঘটনাস্থলে যান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ