মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম জমির আলী।
জমির আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের সিরাজ আলীর ছেলে।
সোমবার (৩০ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার শিবির রোডের রেল ক্রসিং এলাকা থেকে মাদক কারবারি জমিরকে গ্রেপ্তার করেন।
এসময় আটকৃত জমিরের শরীর তল্লাশী করে ৪৯পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।