করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে আগু, নিহত ১

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে পাথরবোঝাই ট্রাকে ও সেভেনআপ কোম্পানির মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন হেলপার (সহকারী) সবুজ মিয়া। সংঘর্ষে পর দুটি ট্রাকেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান সবুজ।

আজ রবিবার সকাল সড়কের পারাইরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (২০) চুয়াডাঙ্গার বাসিন্দা।

দুর্ঘটনার পর দুই ট্রাকের চালক পালিয়ে যান বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম।

তিনি জানান, সকালে খুব বেশি কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুটি ট্রাকের সংঘর্ষের পর আগুন ধরে যায়। নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া পাথরবোঝাই ট্রাকটি পারাইরচক এলাকার একটি হাউজিং প্রকল্পের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা সেভেনআপ কোম্পানির মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরই আগুন ধরে যায়।

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ওই অংশ প্রায় জনশূন্য থাকায় আশপাশের লোকজন আগুন দেখে ছুটে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে উভয় ট্রাকই আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ