শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানের উপর টিলায় রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বেলা ৪ টার দিকে মন্দিরের এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অধির সাওতাল, সাধারণ সম্পাদক সিতারাম রাজ, মনিরুজ্জামান তালুকদার, বাগানের বড় বাবু বিজন ভট্টাচার্য, সালেহ আহমেদ সাগর বাবু, ইউপি সদস্য দীনেশ উড়াং, কাজল দাস, বিশ্বজিৎ কর্মকার, দেবেন্দ্র বাড়াইক, ময়ূরী সাওতাল, সনাকা চাষা প্রমুখ।