শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক হয়েছে। আটককৃরা হলেন, চিনু রায় (৪৩) ও মো: শাফাল মিয়া (৩৮)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন রোডের সোনার বাংলা রোডে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন, চিনু লাল রায় (৪৩), ও মো: শাফাল মিয়া (৩৮)। আটকের পর চিনু রায়ের পকেট থেকে ১৪পিছ ও শাফালের পকেট থেকে ২০পিছ সহ মোট ৩৪ পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। ডিবি এসআই আজিজুর রহমান জানান, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।