বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই আনোয়ার মিয়া, এএসআই রুমান মিয়া, এএসআই বিল্লাল হোসেন ও এএসআই আবু রায়হান অভিযান চালিয়ে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভটন চাবাগান থেকে ৩ কেজি গাঁজাসহ কোকিল চাষা (৩৮) কে নামের এক মাদক কারবারিকে আটক করেন। আটক কোকিল ক্লিভডন চা বাগানের (পাট্টা লাইন) মৃত নকুল তাষার ছেলে।
আটককৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৬০ হাজার টাকা বলে পুলিশ জানায়। গোপন সুত্রে খবর পেয়ে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটকের তথ্য নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।