1. nafiz.hridoy285@gmail.com : Hridoy Fx : Hridoy Fx
  2. miahraju135@gmail.com : MD Raju : MD Raju
  3. koranginews24@gmail.com : সম্পাদক : সম্পাদক
কুয়াশায় ঢাকা বাহুবলের আকাশ - করাঙ্গীনিউজ
  • Youtube
  • English Version
  • শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৪ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুয়াশায় ঢাকা বাহুবলের আকাশ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

সাব্বির হোসেন, বাহুবল :
শনিবার সারাদিনই সূর্যের দেখা মেলেনি বাহুবলসহ আশপাশের এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হলেও সূর্যের আলো না থাকায় কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে। ঘন কুশায়ায় সারাদিন বাহুবলসহ আশপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল।

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার কারণে বাহুবলের জনজীবনে প্রতিকূল প্রভাব পড়ে। কাজের সন্ধানে নগরীতে আসা শ্রমজীবী মানুষকে সড়কের ধারে থরথর করে কাঁপতে দেখা যায়। দিনভর লোকজনকে শরীরে গরম কাপড় চাপিয়ে বাইরে বেরুতে দেখা গেছে। জনজীবন আংশিক বিপর্যস্ত হয়েছে।

সকাল ৬টায় সড়ক মহাসড়কে দৃশ্যমানতা ছিল দেড় কিলোমিটার। ফলে দুপুর পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস বলছে, প্রকৃতিতে এই কুয়াশাচ্ছন্ন অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

অন্যদিকে একটানা ঘন কুয়াশার কারণে চলমান আলু ও বিভিন্ন সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে কম যানবাহন চলাচল করেছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
x