1. nafiz.hridoy285@gmail.com : Hridoy Fx : Hridoy Fx
  2. miahraju135@gmail.com : MD Raju : MD Raju
  3. koranginews24@gmail.com : সম্পাদক : সম্পাদক
হবিগঞ্জে পদক্ষেপ এর আবৃত্তি উৎসব অনুষ্ঠিত - করাঙ্গীনিউজ
  • Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৪ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে পদক্ষেপ এর আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
এসএম টিপু সুলতান: “যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ” এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল পদক্ষেপ এর আবৃত্তি উৎসব।
আজ ৩০ ডিসেম্বর (শুক্রবার ) শহরের আর ডি হল প্রাঙ্গনে ‘জন্মেছি বাংলায়’ শিরোনামে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
বিকাল ৩ টায় পায়রা উড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির।
পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি নাসরিন হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমকুম চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, তাহমিনা বেগম গিনি ও পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল।
উৎসবের বিভিন্ন সময় অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. শেখ ফজলে এলাহী, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহার শাহীন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন, শিক্ষক সাবিনা ইয়াসমিন, এডভোকেট নাজমা আক্তার চৌধুরী, সিদ্দিকী হারুন প্রমুখ।
উৎসবে নাসরিন হকের গ্রন্ত্রণা ও নির্দেশনায় পদক্ষেপ পরিবেশনা করে ” জন্মেছি বাংলায়”  এবং সাইমুন ইভান এর নির্দেশনায় চারুকণ্ঠ শিল্পাঙ্গন এর “তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প” পরিবেশনা করে।
এছাড়াও প্রায় ৩০ জন একক আবৃত্তি করেন। নৃত্য পরিবেশন করে তাকওয়া ও প্রাপ্তি পাল।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবটি প্রানবন্ত  হয়ে ওঠে। উৎসব প্রাঙ্গণে শব্দ কথা প্রকাশনের বইমেলা ভিন্নমাত্রা যুক্ত করে।
এর পূর্বে সকাল দশটায় শিশু- কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
x