• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিমানের ড্রিমলাইনারে পাখির আঘাত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

করাঙ্গীনিউজ ডেস্ক:
পাখির আঘাতের শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ। আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি জানান, যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে প্রথমে সিলেটে যায়, তারপর সিলেট থেকে ঢাকায় আসে।

ঢাকায় আসার পর বেলা সাড়ে ১১টার দিকে বার্ড হিটের ঘটনা ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। তবে উড়োজাহাজটির কিছু ক্ষতি হয়েছে। দু-একদিনের মধ্যেই তা শনাক্ত করা হবে।

তিনি বলেন, ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণ করছে, একই সঙ্গে এটি মেরামতের কাজও চলমান।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ