মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়ার (৭৮) মৃত্যুর সংবাদ শোনার কিছুক্ষণ পরই তার স্ত্রী আনোয়ারা বেগম (৭০) মারা যান।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূঁইয়া। এরপর দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামে মারা যান আনোয়ারা বেগম।
স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার মাগরিবের নামাজের পর হাসিনাবাদ গ্রামে দুজনের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।