রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সফরে শ্রীলংকান ক্রিকেট দলের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ।
৫ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৯ অক্টোবর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিকতা শেষ করবে শ্রীলংকা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে করাচিতে আর টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে লাহোরে।
প্রায় দু’বছর পর আবারও পাকিস্তান সফরে খেলতে যাচ্ছে শ্রীলংকা। পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন লংকা ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো।
হারিন ফার্নান্দো বলেন, পাকিস্তানে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার জন্য শ্রীলংকা দল সফরে যাবে।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই নারকীয় হামলায় আট বেসামরিক লোক নিহত হন। পাশাপাশি শ্রীলংকা ক্রিকেট দলের ক্রিকেটার-স্টাফসহ সাতজন আহত হন।
তারপর থেকে পাকিস্তান সফরের আগ্রহ হারায় টেস্ট খেলুড়ে দলগুলো। সবশেষ ২০১৭ সালের অক্টোবরে লাহোরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শ্রীলংকা।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৭ সেপ্টেম্বর | ১ম ওয়ানডে | করাচি |
২৯ সেপ্টেম্বর | ২য় ওয়ানডে | করাচি |
২ অক্টোবর | ৩য় ওয়ানডে | করাচি |
৫ অক্টোবর | ১ম টি-টোয়েন্টি | লাহোর |
৭ অক্টোবর | ২য় টি-টোয়েন্টি | লাহোর |
৯ অক্টোবর | ৩য় টি-টোয়েন্টি | লাহোর |