• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জ ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
কমলগঞ্জ (মৌলভীবাজার)  প্রতিনিধি; বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২২ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ ডিসেম্বর বিকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন।
প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাব্বীর এলাহী, শিক্ষক ফরিদ আহমদ ও শিক্ষার্থী আশফাক আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান  (মাধ্যমিক ও কলেজ) মেলায় অংশ নেন।
পরে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ