বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৪২ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চেঙ্গার বাজার-মাধবপুর সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ইয়ারুল খান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের মৃত ইসহাক খানের ছেলে।
রোববার (১৮ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে চেঙ্গার বাজার-মাধবপুর সড়কের নবন্না মোড় নামক স্থানে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী ইয়ারুল খান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার এসআই আব্দুল মোতালেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।