রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন- বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। এ ব্যাপারে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে। তবে এজন্য কিছু আনুষাঙ্গিক কাজ আছে, সেগুলো করতে হবে।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনা বড় দেশ। তাদের সাথে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আছে। তাছাড়া আমাদের দেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন।