রবিবার, ১৮ মে ২০২৫, ০২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট:
সিলেট: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানের ৮টি ফ্লাইট। এসব ফ্লাইটগুলোর রাত ৯টার পর বিভিন্ন সময়ে বিমানবন্দরে অবতরণ করেছে।
এছাড়া ওসমানী বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টায় ওসমানী বিমানবন্দরের পরিচালক হাজিফ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ৯টা ৪০ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউএস বাংলা সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে। এরপর ক্রমান্বয়ে আরো আন্তর্জাতিক ৭টি বিমানের ফ্লাইট জরুরী অবতরণ করেছে।
এর মধ্যে সিংঙ্গাপুর থেকে ২টি, দুবাই, টরেন্টো, ব্যাংকক, কলকাতা ও চেন্নাইয়ের ১টি করে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সকল বিমানের মধ্যে ইউএস বাংলার ৫টি উড়োজাহাজ ও বাংলাদেশ বিমানের ৩ উড়োজাহাজ রয়েছে।
তিনি বলেন, সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এসব ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করেছে।
এর আগে রাত সাড়ে ৯টায় ও ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট থেকে দুটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। সিত্রাংয়ের কারণে আবহাওয়া খারাপ থাকায় ফ্লাইট দু’টি (বিজি-৩০৫ ও বিজি-৬০৬) বাতিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট বাতিল করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের সিলেটের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সাত্তার।