বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র শায়েম (২৫) সে সিলেট থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খু্ইয়েেছে। তাকে রাস্তায় পেয়ে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬
টায় নবীগঞ্জ উপজেলার মহাসড়কের পার্শ্বে দেবপাড়া এলাকায়।
সুত্রে জানা গেছে-সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুনঞ্জ ইউনিয়নের তেতৈইয়া গ্রামের মোঃ হারুন মিয়ার পুত্র স্থানীয় বিবিয়ানা মডেল কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ শায়েম মিয়া (২৫) সে বৃহস্পতিবার সকালে তার জরুরী কাজে সিলেট যায়। কাজ শেষে কদমতলী স্ট্রান্ডে বাসে ওঠে। কে বা কারা তাকে অজ্ঞান করার জন্য কিছু স্প্রে ছুয়ে দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে।
অজ্ঞান অবস্থায় গাড়ির হেলপার তাকে ঢাকা সিলেট মহাসড়কের দেবপাড়া এলাকায় ফেলে যায়। পরে দেবপাড়া এলাকার কয়েকজন যুবক তার বাড়িতে ফোন দেয়ায় বাড়ি থেকে লোকজন এসে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত রাত সাড়ে ৮ টায় তার জ্ঞান ফিরেনি।