বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে শীর্ষ তালিকাভুক্ত দালাল সেলিম মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
সে বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। এর আগেও সে একাধিকবার গ্রেফতার করা হয়।
জানা যায়, সেলিম দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসা রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রাণী করে আসছে। প্রতারণা করে সহজ-সরল রোগীদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও ফার্মেসীর কমিশনের আশায়ও রোগীদের সাথে প্রতারণা করে। শুধু তাই নয়, রোগী ও স্বজনদের কাছ থেকে কৌশলে মোবাইলফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।
রোববার রাতে সে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অবস্থান করছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউর রহমান জানান- সে হাসপাতালের তালিকাভূক্ত শীর্ষ দালাল। এর আগেও একাধিকবার তাকে গ্রেফতার করা হয়।