কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা – কে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জনু শনিবার দুপুরে ভানুগাছ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সম্মুখে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো.সানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান,সহ-সভাপতি ফজলুল হক বাদশা,যুগ্ম-সম্পাদক ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হান্নান,ইফতেখার আহমদ বদরুল,ইউপি চেয়ারম্যান আসিদ আলী,আওয়ামীলীগ নেতা আব্দুল মুনিম তরফদার,খন্দকার আহমদ হোসোনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।