বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার উপজেলার বিভিন্ন গ্রামে ঘটনাগুলি ঘটেছে।
এতে আহতরা হলেন -উপজেলার চরগাঁও গ্রামের ফরিদ মিয়ার পুত্র জাকির আহমেদ (২৭) গন্ধা গ্রামের আব্দুল আউয়ালের পুত্র আব্দুল আহাদ (২০) আলাউদ্দিনের পুত্র আব্দুল আউয়াল (৪৮) দেবপাড়া গ্রামের ফরিদ আলীর পুত্র আয়েদ (১০) আদিত্যপুর গ্রামের ভরসা রায়ের পুত্র বাচ্চু রায় (৩০) দৌলতপুর গ্রামের মৃত বশির মিয়ার পুত্র আনহার মিয়া (৩৫) গোলডোবা গ্রামের দুদু মিয়ার পুত্র শিপন মিয়া (৩২) শিপন মিয়ার স্ত্রী মোছাঃ রাছনা বেগম (২৫) দেওয়ান নগর গ্রামের হারুন মিয়ার স্ত্রী শাকিরা বেগম (২০) আমড়াখাইড় গ্রামের মোঃ হুবু মিয়ার পুত্র জুবেদ মিয়া (১৬) গোলডোবা গ্রামের চুনু মিয়ার স্ত্রী মোছাঃ জেবি বেগম (২৬) চরগাঁও গ্রামের মাশুক মিয়ার পুত্র খলিলুর রহমান (১০) তাদেরকে রবিবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।