• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে বঙ্গবন্ধ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা সম্পন্ন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  (অনুর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।  ফাইনাল  খেলায় কমলগঞ্জ পৌরসভা ৬-১ গোলে ইসলামপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কমলগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক এড.এ এসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি( তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.  হেলাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ মো.নুরুল ইসলম, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ।
উল্লেখ্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ১০টি দল অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ