• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন পৌরসভা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ-১৭) ফাইনাল খেলায় নুরপুর ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। এরই মধ্য দিয়ে পৌরসভা টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ে হ্যাট্রিক হবার গৌরব অর্জন করেছে।

শনিবার বিকালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানের পরিচালনায় পুরষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ, ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল মোঃ জজ মিয়া, মোঃ মুখলিছ মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তাফা কামালসহ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এর আগে বিকাল সাড়ে ৪টায় ফাইনাল খেলাটি শুরু হলে খেলা দেখার জন্য মাঠের চতুর প্রান্তে দর্শকদের উপস্থিতি বলে দেয় শায়েস্তাগঞ্জের মানুষ ক্রীড়াপ্রেমিক।

খেলার শুরুর ৩ মিনিটের মাথায় পৌরসভা টিমের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব ডি-বক্সের ভিতর থেকে শট নিলে বল প্রতিপক্ষের জালে পৌছলে গোল পায় পৌরসভা। দ্বিতীয়ার্ধে সাকিব আবারো গোলের দেখা পায়। খেলার শেষ পর্যায়ে পর পর দুটি গোল পায় পৌরসভা টিমের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় তোষার।

এদিকে নুরপুর ইউনিয়ন টিমের খেলোয়াড়রা বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে। শেষমেশ ৪-০ গোলে রেফারির শেষ বাঁশি বেজে উঠে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ