রবিবার, ১১ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় রোববার (২৮ জুলাই), বাংলাদেশ সময় বিকেল ৩টায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ টিকে থাকলে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিম ইকবালদের সামনে। প্রথম ম্যাচে ৯১ রানে টাইগারদের হারিয়ে লাসিথ মালিঙ্গাকে বিদায়ী উপহার দিয়েছে দিমুথ করুনারত্নের দল।
সিরিজে সমতা আনতে হলে নেতৃর্ত্বে ও ব্যাটিংয়ে নৈপুণ্য দেখাতে হবে তামিমকে। বেরিয়ে আসতে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে। এছাড়া বল হাতে জ্বলে ওঠতে হবে মোস্তাফিজুর রহমান-রুবেল হোসেনদের। নয়তো আজকেই শিরোপা নিজেদের করে নিবে স্বাগতিকরা।
অবশ্য বাঘ-সিংহের এই যুদ্ধে মালিঙ্গার বিদায় কিছুটা হলেও ভোগাতে পারে লঙ্কানদের। গত ম্যাচে বুড়ো হাড়ের ভেলকিতে মালিঙ্গাই ব্যবধান গড়ে দিয়েছিল।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
অভিষকা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা ও নুয়ান প্রদীপ