• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীলংকা সিরিজে অবশ্যই খেলব: সাকিব

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : পারিবারিক কারণে গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফেরেন সাকিব আল হাসান। দেশে কয়েকদিন থাকার পর মেয়ের স্কুলের জন্য তাকে চলে যেতে হয় যুক্তরাষ্ট্রে।

সাম্প্রতিক নানা বাস্তবতার কারণে ঘরের মাঠে আসন্ন শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

বুধবার সকালে দেশে ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের সাকিব নিজেই জানান লংকান সিরিজে তিনি অবশ্যই খেলবেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলংকা ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে খেলা প্রসঙ্গে সাকিব বলেন, এই সিরিজে খেলার ব্যাপারে সন্দেহের কোনো ব্যাপার ছিল বলে আমার মনে হয় না। যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটি অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব।

সম্প্রতি মারা গেছেন সাকিবের শাশুড়ি। মা ও সন্তানরা অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে সাকিব বলেন, এখন অবশ্য সবাই ভালো আছে, ভালো অনুভব করছি। এখন মনোযোগটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ