বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে কে.আলী প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইটি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে কে আলী প্লাজার শ্যামা ফ্যাশন অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়- শ্যামা ফ্যাশনের আইপিএস বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের এসটি ক্লথ স্টোরে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে দুইটি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কে আলী প্লাজার পরিচালক মঈনুল হাসান রতন জানান- দুইটি দোকানে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের কবল থেকে কমপক্ষে ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।