করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে স্বতন্ত্র প্রার্থী কাউছার বিজয়ী

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ভোট শুরু হলে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।নির্বাচনে অংশগ্রহন করেন ৫ জন প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী মোঃ কাউছার আহমেদ ৩,৬০৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ২,৮০০ ভোট,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ রইছ উল্লাহ পেয়েছেন ১,৪৪২ ভোট,স্বতন্ত্রপ্রার্থী শেখ মোঃ আব্দুল মন্নান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭,৪৭ ভোট ও স্বতন্ত্রপ্রার্থী মোঃ নুরুদ্দীন সুমন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ ভোট।
উল্লেখিত ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪,৯৭৮ জন।৯টি কেন্দ্রে ৫৮ ভাগ কাস্টিংয়ে গ্রহণ হয় ৮,৬৮৬ বৈধ ও অবৈধ  ৭৬টি সহ মোট ৮,৭৬২ ভোট।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়।ফলাফল ঘোষণা করেন চুনারুঘাট উপজেলা নির্বাচন কমিশনার দীপক কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম,জেলাসহ উপজেলার সাংবাদিকবৃন্দ,নবনির্বাচিত চেয়ারম্যানের ছোট ভাই ও প্রধান নির্বাচনী এজেন্ট সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার,উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন জমাদ্দার।
প্রসঙ্গত,বিগত উপজেলা নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হাসান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় সদর ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় পূর্বঘোষিত উপ-নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হয়।এবং ওই ইউনিয়নের নরপতি গ্রামের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মরহুম হাবিব উল্লা বাহার-এর ৩য় ছেলে  মোঃ কাউছার আহমেদ ৩,৬০৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ