বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক। এতে বিভিন্ন শ্রেণী পেশার নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ডেঙ্গু থেকে বাচতে হলে আপনার বাড়িঘর ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত মশারী ব্যবহার করুন। সভায় উপজেলার ৯০টি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোরও সিদ্ধান্ত হয়।