বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সিগারেট কিনতে গিয়ে ১ টাকা পাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আব্দুল জব্বার (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
তিনি জব্বার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ও সায়হাম গার্মেন্টস এর কর্মী।
নিহত জব্বারের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে নিহত জব্বারের চাচা আব্দুর রহমানের দোকানে ব্যাঙ্গাডোবা গ্রামের শহীদ মিয়া সিগারেট কিনে ভাংতি না থাকায় ১ টাকা বকেয়া রাখতে চায় কিন্তু দোকানদার আব্দুর রহমান ১ টাকা বাকিতে সিগারেট দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে এ ঘটনাটি নিয়ে শহীদ ও দোকানদার আব্দুর রহমানের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহমানের ভাতিজা আব্দুর জব্বার গুরুত্বর আহত হন।
আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬ টায় আব্দুল জব্বার মারা যান।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পরিবারের নিকট জব্বারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।