করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রদের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৫

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রদের দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এঘটনা কমপক্ষে ৫ ছাত্র আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে। আহতরা হল- একাদশ শ্রেণির ছাত্র মেহেদি, জুবেল, রুবেল, দ্বাদশ শ্রেণির ছাত্র সাকিব, জসিম।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিন জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা বহিরাগত ছাত্র বলে জানা গেছে।

কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন বলেন, বহিরাগত ছাত্ররা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে কি কারণে মারামারি হয়েছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুই ছাত্রের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার তাদের বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। এসময় উভয় পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ