• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক:
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ৫০ হাজার রুপি জরিমানা গুণতে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন তার উপর এ জরিমানা আরোপ করে। খবর জি নিউজ ও পাকিস্তান টুডের।

জানা গেছে, পাকিস্তানের নির্বাচনি আইন অনুযায়ী কোনো এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বাইরে থেকে ওই এলাকায় ভ্রমণ করতে পারেন না।
কিন্তু সে নিয়ম লঙ্ঘন করে খাইবার পাখতুনখায়া প্রদেশের নির্বাচনের আগে সোয়াতে এক সমাবেশ করেন ইমরান খান।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত ১৬ মার্চ ওই সমাবেশে অংশ নেন ইমরান খান। যদিও এর আগের দিন ১৫ মার্চ প্রদেশে কেন্দ্রের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় পরে স্থানীয় সরকারের এক নোটিশে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী পিটিআই-এর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোয়াতে সমাবেশে ভাষণ দিয়েছিলেন এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছিলেন। বিষয়টি কমিশনের নজরে আসতেই ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ