মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
আজ প্রথম ওয়ানডে
স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ফরম্যাটে ফিরলেই বাংলাদেশ দল যেন আলাদা প্রশান্তি পায়। নিজেদের প্রিয় ফরম্যাট যে এটাই।
প্রতিপক্ষ যে-ই হোক না কেন দেশের মাটিতে খেলা হলে এখন এগিয়ে থাকার সাহস পায় বাংলাদেশ। তবে কিছুটা ব্যতিক্রম আফগানিস্তানের বিপক্ষে। দেশের মাটিতেও কখনো তাদের বিপক্ষে সহজে সিরিজ জিততে পারেনি স্বাগতিকরা।
রশিদ, নবীদের নিয়ে আলাদা করে ভাবতেই হয় তামিম ইকবালদের। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগান ভয় কাটিয়ে ওয়ানডেতে দেশের মাটিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা। চট্টগ্রামেই হবে তিনটি ওয়ানডে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।
সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। প্রতিটি জয়ই এখানে গুরুত্বপূর্ণ।
১২ ম্যাচে আট জয়ে বাংলাদেশ (৮০ পয়েন্ট) রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সিরিজ জিততে পারলেই ইংল্যান্ডকে (৯৫ পয়েন্ট) টপকে শীর্ষে উঠে যাবেন তামিমরা। ছয় ম্যাচে ছয় জয়ে আফগানিস্তান ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।
এই সিরিজে তাদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আফগানিস্তানের স্পিন আক্রমণ নিয়ে তেমন চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘তাদের বিপক্ষে ওয়ানডেতে আমরা সব সময়ই ভালো করেছি। তাদের দারুণ বোলিং আক্রমণ রয়েছে; কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো করছি। আগামীকাল (আজ) যারা খেলবে, তারা সবাই ভালো ফর্মে রয়েছে।’
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির কণ্ঠেও আত্মবিশ্বাসের সুর, ‘সত্যি বলতে, আমরা পুরো দল নিয়ে চিন্তা করি। আমরা প্রত্যেকের জন্য পরিকল্পনা করি (বাংলাদেশ দলে)। আমরা তাদের শক্তি এবং দুর্বল দিকগুলো জানি। এটা নিয়ে আমরা কাজ করছি। তবে আমরা আমাদের শক্তি নিয়ে বেশি ভাবছি। আমাদের একটি ভালো দল আছে। সব বিভাগেই আমার আস্থা আছে।’
বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত বছর জুলাই মাসে। অধিনায়ক তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওই সিরিজেই। বিপিএলে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ঘরের মাঠে শেষ আট বছরে এই ফরম্যাটে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে মাত্র একটি। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এই সিরিজে দলে রয়েছে ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ। নিজেদের শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছে বাংলাদেশ, আফগানরা সেখানে পাঁচটিতেই জিতেছে। দুদলের আগের আট ম্যাচে বাংলাদেশের জয় পাঁচটি, আফগানিস্তান জিতেছে তিন ম্যাচ।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে বড় অবদান ছিল তরুণ ব্যাটার মাহমুদুল হাসানের।
বিপিএলে তার চোখ ধাঁধানো পারফরম্যান্স ওয়ানডে ফরম্যাটে সুযোগ করে দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিকদের বাজি হতে পারেন মাহমুদুল।
তবে তাকে না নিয়ে মিডলঅর্ডারে ইয়াসির আলীকে একাদশে রাখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেশের মাটিতে বাংলাদেশ তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পছন্দ করে। সেক্ষেত্রে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সম্ভাবনাই বেশি। স্পিন আক্রমণে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজই বড় ভরসা। লিটন দাস ও সাকিব আল হাসান ব্যাটিংয়ে ছন্দে থাকায় টপ-অর্ডারে স্বস্তি ফিরেছে।
এদিকে গত ১০ বছরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত ওয়ানডে খেলে মাত্র একটিতে হেরেছে বাংলাদেশ। সেটাও ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। বেলা ১১টায় খেলা হওয়ায় শিশিরের কোনো প্রভাব থাকছে না। এই মাঠে শেষ ১০ ম্যাচে গড় স্কোর ২৫৪।
বাংলাদেশও খুব চেনা কন্ডিশন আফগানদের কাছে। তাদের অনেক খেলোয়াড় বিপিএলে খেলেন। তাদের বিশ্বমানের স্পিন আক্রমণ মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রেহমানকে নিয়ে। তাদের ব্যাটিং অর্ডারও বেশ লম্বা। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।