• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বার্মিংহামে দৌড়াবেন ইমরান-সুমাইয়া

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ সংবাদদাতা:
বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের জন্য ১১ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ অ্যাথলেটিকস দলে রয়েছেন দেশের দ্রুততম মানব, লন্ডন প্রবাসী ইমরানুর রহমান ও দ্রুততম মানবী বিকেএসপির সুমাইয়া দেওয়ান।

সাবেক দ্রুততম মানব ইসমাইল হোসেন, সাবেক দ্রুততম মানবী শিরিন আক্তারও আছেন ১১ সদেস্যর এই দলে। শিরিন দৌড়াবেন ১০০ ও ২০০ মিটার ইভেন্টে এবং ইসমাইল অংশ নেবেন ১০০ মিটার স্প্রিন্ট ও লংজাম্পে।

বাংলাদেশ দল

ইমরানুর রহমান (১০০ মিটার), রাকিবুল হাসান (১০০ ও ২০০ মিটার), মো. ইসমাইল (১০০ মিটার ও লংজাম্প), মাহফুজুর রহমান (হাইজাম্প), স্বপন বিশ্বাস (হাইজাম্প), আশরাফুল ইসলাম (লংজাম্প)।

সুমাইয়া দেওয়ান (১০০ ও ২০০ মিটার), শিরিন আক্তার (১০০ ও ২০০ মিটার), উম্মে হাফসা রুমকি (হাইজাম্প), রিতু আক্তার (হাইজাম্প) ও রিংকিং বিশ্বাস (৩০০০ মিটার)।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ