বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে দুলাল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত জামাল মিয়াকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালত এ আদেশ দেন। একইদিন ওই আদালতে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। এর আগে শুক্রবার রাতে তাকে ঢাকার হাজারিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল মিয়া বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা মোমিন হাওলাদারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।
পুলিশ জানায়, দুলাল মিয়াকে ৪ জন মিলে খুন করে।
গ্রেফতার জামাল কিলার গ্রুপের সদস্য। ইতোমধ্যে অপহরণ ও খুনের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি সদস্য সাদেক মিয়াসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কিলার গ্রুপের অপর এক সদস্যকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।