করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হৃদরোগে আক্রান্ত সাংবাদিক শোয়েব চৌধুরীর জন্য দোয়া প্রার্থনা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

করাঙ্গীনিউজ:
হৃদরোগে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দেশ রুপান্তর এবং বিজনেস স্ট্যান্ডার্ড’র হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি আক্রান্ত হন।

বর্তমানে শোয়েব চৌধুরী ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তার হার্টে একটি রিং পরানো হয়েছে।

হাসপাতালে থাকা তার স্ত্রী এডভোকেট শাম্মী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে বুকে ব্যাথা অনুভব হলে তাকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে যাই। সেখানে চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর হৃদরোগে আক্রান্ত হয়েছেন জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান।

পরে তার সহকর্মীদের সহযোগীতায় ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসার পর সারাদিন চিকিৎসা শেষে সন্ধ্যায় তার হার্টে রিং পরানো হয়েছে।
বর্তমানে সাংবাদিক শোয়েবের অবস্থা স্থীতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. সাইদুর রহমান খান।

তিনি বলেন, বিকেলে এনজিওগ্রামে তার বুকের দুটি রগ ব্লক হয়ে যায়। পরে সন্ধ্যায় তার বুকে সফল অস্ত্রপাচারের মাধ্যমে একটি রিং স্থাপন করা হয়েছে। আশা করি তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

শোয়েব চৌধুরীরর সুস্থ্যতা কামনায় সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার স্ত্রী এডভোকেট শাম্মী আক্তার।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ