• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ইংল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

ক্রীড়া ডেস্ক:
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় পায় ভারতীয় যুবারা।

এর আগে, শনিবার এন্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৪ ওভার ৫ বল খেলে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে ইংলিশ মিডল অর্ডারের ব্যাটসম্যান জেমস র দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান জেমস সেলস। আর জর্জ টমাস করেন ২৭ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট তুলে নেন রাজ বাওয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি উইকেট নেন রবি কুমার। এই দুইজনের বোলিং তোপেই কুপোকাত হয় ইংলিশরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভারতেরও ভাল হয়নি।
ফর্মে থাকা ওপেনার অঙ্গরিশ এদিন ফিরে যান শূন্য রানে। অধিনায়ক ধূল এবং হারনূর সিং করেন ১৭ এবং ২১ রান। কিন্তু এরপর ইনিংসের হাল ধরেন শাইক রশিদ, নিশান্ত সাধু এবং রাজ বাওয়া।

শাইক অর্ধ-শতরান করেন। বলের পর ব্যাট হাতেও ৪৫ রানের ইনিংস খেলে নজর কাড়েন রাজ।
কিন্তু ভারতকে জয়ের লক্ষ্য পৌঁছে দেওয়ার নায়ক নিশান্ত সিন্ধু। অপরাজিত ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৭ ওভার ৪ বলে ১৯৫ রান তোলে ভারতীয় যুবারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ