বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে তেলিয়াপাড়া স্টেশন বাজার থেকে প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচার কালে ৬২ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ রকিবুল হাসান জানান গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঢাকা মেট্রো-গ-১২-১৫৮৬ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬২ বোতল ফেনসিডিল সহ চালক মিরাজ আলম ভূইয়া (৩০) ও রাসেল আলম ফয়সল (৩২)নামক ২ জনকে আটক করে রবিবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।
মিরাজ নরসিংদী জেলার শিবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর ভূইয়ার ছেলে এবং রাসেল করিম নরসিংদী সদরের মৃত ফজল করিমের ছেলে ।
প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে ।এদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।