করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীলঙ্কা সফরে ১৪ জনের বাংলাদেশ স্কোয়াড

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ জুলাই, ২০১৯

ক্রীড়া ডেস্ক: শুরুটা ভালো করেও হতাশায় শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। সাকিব ছাড়া আর কাউকেই তেমন জ্বলে উঠতে দেখা যায়নি।

তামিম-মাহমুদউল্লাহর ব্যাট কথা বলেনি তেমন। মাশরাফির বলে ছিল না কোনো ধার। দ্রুত গতিতে সৈকত ও সাব্বির রান তুলতে পারেননি।

তবে বিশ্বকাপে ভালো করতে না পারা টাইগাররা আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ফিরবেন বলে আশা করে আছে বাংলাদেশি সমর্থকরা।

আর এ আশার মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগেরদিন সমর্থকদের হতাশ করল যে খবর, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন অধিনায়ক মাশরাফি। দলের ফিজিও দেবাশীষ জানিয়েছেন, মাশরাফির ইনজুরি গ্রেট ওয়ান ক্যাটাগরির। এধরনের চোট সারতে মাস খানেক সময় লেগে যাবে।

সে অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে পড়েছেন এই নড়াইল এক্সপ্রেস।

যার ফলে তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে। অধিনায়কত্ব দেয়া হয়েছে বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে।

বিষয়টি তামিমের ওপর চাপই বটে। এমনিতেই রান খরায় ভুগছেন এই বাঁ হাতি ওপেনার। তার ওপর আবার অধিনায়কত্বের চাপ।

সে ইঙ্গিতও এসেছে তার থেকে। সিরিজটি কঠিন হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে মাশরাফির অনুপস্থিতিতে পেস আক্রমণে জায়গা পেয়েছেন তাসকিন রহমান। এছাড়াও পেস-অলরাউন্ডার ফরহাদ রেজাও ঢুকেছেন দলে।

আজ (শনিবার) দুপুর ১টায় দলের প্রায় হাফ ডজন সদস্য নিয়ে কলম্বোর উদ্দেশে উড়ে গেলেন তামিম।

শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের স্কোয়াডের ৭ জনই তামিমের সঙ্গে যাননি।

আজ যারা কলম্বো গেলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ জনের দলের মধ্যে ৭ জনই যাবেন পরে। আগামীকাল রুবেল হোসেন একাই যাবেন।

আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে খেলে যাবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা।

আর ভারত থেকে মিনি রঞ্জি খেলে দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

আগামী ২৬ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ